Upcoming Event Employment Fair 2024
May 8, 2024 2024-05-09 6:46Upcoming Event Employment Fair 2024
Upcoming Event Employment Fair 2024
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাস্তবায়ন করা হবে ‘স্মার্ট বাংলাদেশ’। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে “ডিজিটাল বাংলাদেশ” হতে “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী বাংলাদেশ, যার মূল ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভার্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। যেখানে বিশেষভাবে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের কার্যক্রমসমূহের জন্য স্মার্ট কাঠামো গড়ে তোলা হচ্ছে। যদি দেশের যুব সমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা যায় তাহলে খুব সহজেই স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার গড়ে তোলা সম্ভব হবে। এ লক্ষ্যে তেজগাঁও কলেজ, বিডি জবস ও এটুআই এর উদ্যোগে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর সহযোগিতায় তেজগাঁও কলেজের গ্রাজুয়েট শিক্ষার্থী ও বেকার যুবদের জন্য আগামী ১৪ মে ২০২৪ তারিখে ঢাকা জেলার ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজ ঢাকাতে দিনব্যাপী একটি “স্মার্ট কর্মসংস্থান মেলা” আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তেজগাঁও কলেজের গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন চাকুরির সুযোগ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সকল তথ্য, ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সাথে সম্পৃক্ত হওয়া, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য নিজেকে গড়ে তোলার সঠিক গাইডলাইন প্রদান করা হবে।
Employment fair details at a glance:
Job fair title: স্মার্ট কর্মসংস্থান মেলা
Venue: তেজগাঁও কলেজ,ঢাকা
Date: ১৪ মে, মঙ্গলবার
Time: সকাল ১০টা – বিকাল ৪টা
আয়োজনে
তেজগাঁও কলেজ, ঢাকা
বিডিজবস
এটুআই
এবং
সহযোগিতায়
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
Participants: Industries and Graduate job seekers fromTejgaon College.
(30+ Industries will join with 300+ white collar jobs)
Guest list for preparing banners
Smart Employment Fair
14 May 2024
3.00 P.M.-4.00 P.M